
পিরোজপুরে এইচআইভি এবং এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এইচআইভি ও এইডস রোগ প্রতিরোধ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রবীণ চিকিৎসক ও জেলা বিএম এর সাবেক সভাপতি ডা: ননী গোপাল রায়ের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্যে রাখেন পিরোজপুর জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা: শিশির রঞ্জন অধিকারী, আবাসিক মেডিকেল অফিসার ডা: নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ।
ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস এর এইডস এসটিডি প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার ডা: মোঃ আব্দুল ওয়াদুদ এই কর্মশালাটি পরিচালনা করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চাচ্ছেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এইচআইভি ও এইডস মুক্ত ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা প্রতিনিয়তই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এইচআইভি আক্রান্ত হলে চিকিৎসায় সুস্থ্য থাকা যায় জানিয়ে ডা: ওয়াদুদ বলেন এজন্য কোন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয় না। নির্ধারিত পদ্ধতীতে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণে সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক জীবনযাপন করা যায়। কোন রোগীর শরীরে রক্ত দেয়ার প্রয়োজন হলে সেই রক্ত স্ক্রিনিং করে নিলে এইডসসহ অনেক সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়।
এ কর্মশালায় গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, শিক্ষক এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের টেকনোলোজিষ্ট, সেবিকাসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।