
কষ্টিপাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসা পরিচালনাকারী এবং মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা খোকন হাজী (৬৫)-সহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বৃহস্পতিবার (২ মে) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যান্য আসামিদের নাম ও পরিচয় জানায়নি র্যাব। এ সময় ভিকটিম আনোয়ার হোসেন খান (৪৪) উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ মে ) রাতে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো.শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয় আগামীকাল শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডিআই/এসকে