
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। কোনো রকম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বরদাস্ত করা হবেনা। বুধবার (১লা মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কালিগঞ্জে নির্বাচন গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বক্তব্যে একথা বলেন। কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ কুমার গাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও তথ্য সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বক্তব্যে আরও বলেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীই আমাদের কাছে সমান। জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিক ভাবে উপযুক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রের আশপাশে প্রার্থীর কর্মীরা আচরণবিধি ভঙ্গ করলে বা বি-শৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবমিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতার প্রয়োজন।