
নড়াইলে বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) হর্টিকালচার সেন্টার, ডিএই, নড়াইল বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসের হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বছরব্যাপী ফল উৎপাদনের উন্নতি প্রযুক্তি প্রশিক্ষণ কর্মশালায় আম, কাঠাল, পেয়ারা, লিচুসহ বিভিন্ন উন্নত জাতের ফল ও বিভিন্ন উন্নত জাতের সবজির বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সৌরভ দেবনাথ।বছরব্যাপী ফলের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, পোকার আক্রমন থেকে এ ফলকে সুরক্ষা রাখা যায় এবং উন্নত জাতের বিভিন্ন সবজি চাষ পদ্ধতি, পোকার আক্রমন থেকে কিভাবে রক্ষা করতে হয় সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ। প্রকল্পটি বাস্তবায়নের প্রথম থেকেই এর লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে সংগতি রেখে প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। এ সময় কৃষক মোঃ মাহবুবুর রহমান বাচ্চু বলেন কৃষি বিভাগ নড়াইলে কৃষিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে যদি কার্যক্রম চলমান রাখে তাহলে অন্য জেলা থেকে নড়াইল জেলা অনেক ধাপ এগিয়ে যাবে।
এ প্রশিক্ষণ পেয়ে কৃষক-কৃষাণীরা গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পেরে সকলে কৃষি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের প্রশিক্ষণ আমরা যাতে আরো পেতে পারি। তার ব্যবস্থা করতে কৃষি বিভাগের প্রতি অনুরোধ জানান। প্রশিক্ষণ শেষে সকল কৃষক-কৃষাণীদের মাঝে ২টি উন্নত জাতের পেয়ারা চারা ও ২টি বারো মাসি উন্নত জাতের চায়না-৩ কাগজী লেবুর চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রকনুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মানুনুর রশীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম জাহিদ শাকিল, দীপক কুমার বসু, মনিরুজ্জামানসহ, কৃষক-কৃষাণী ও সাংবাদিকবৃন্দ।