ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা

আমরা রিক্সা শ্রমিকরাও মানুষ, আমরা রোদে পুড়ে বৃষ্ঠিতে ভিজে গায়ের ঘামে উপার্জিত অর্থ দিয়ে জিবিকা নির্বাহ করি। অথচ অনেকের কাঁছে আমরা নুন্যতম ভাল আচরণটুকুনও পাইনা। ভাড়া কম দিতে চায়। কথায় কথায় তুচ্ছতাচ্ছিল্য সহ গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেননা। মানুষ হিসাবে সমাজে আমাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জনসচেতনতা চাই। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা রিকশা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং- ২৯০৯) এর আলোচনা সভায় বক্তারা এ দাবী তোলেন।

১ মে’২৪ ইং বুধবার সকাল ১০ টার সময় উপজেলার টাইম বাজারস্থ জাফর কনভেনশন হলে বাঁশখালী উপজেলা রিক্সা চালক শ্রমিক কল্যান ইউনিয়ন (রেজিঃনং- ২৯০৯)- এর উদ্যোগে এক আলোচন সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সংগঠনের বাঁশখালী উপজেলা সভাপতি ফৌজুল আজিমের সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মো. ওমর হায়াত মেম্বারের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি বিশিষ্ঠ শ্রমিক নেতা রফিক বসরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোক্তার হোসাইন সিকদার, ফেডারেশনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ।

বক্তারা বলেন, রিক্সা শ্রমিকরাও মানুষ, গায়ের ঘামের বিনিময়ে এরা রাস্তায় রোদে পুড়ে বৃষ্ঠিতে ভিজে জনগনকে সার্ভিস দিয়ে থাকে। অথচ ভাড়া কম দিতে চাওয়া সহ বিভিন্ন ইস্যুতে এক শ্রেনীর অবিবেচক মানুষ এই রিক্সা শ্রমিকদের সাথে অসৌজন্যমুলক ও দুর্ব্যবহার সহ গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনা। যুগ যুগ ধরেই এ কালচার চলে আসছে। ইসলামে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকদের মজুরী পরিশোধের তাগিদ দিয়ে শ্রমিকদের অধিকারের প্রশ্নে সম্মানিত করা হলেও সুমহান এ মর্মবাণী আজ বক্তৃতা ও লেখায় সীমাবদ্ধ। রিক্সা চালক শ্রমিক কল্যান ইউনিয়ন সমাজে রিক্সা শ্রমিকদের সম্মান, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্ঠিতে কাজ করে চলছে। একটি সুন্দর আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে যার যার অবস্থান থেকে রিক্সা শ্রমিক সহ সকল শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা ও বিবেকবোধ জাগ্রত করতে কাজ করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী ইমরানুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, শ্রমিক কল্যান ফেডারেশনের দর্জি সেক্টরের সভাপতি আবুল কাশেম সোহাগ, শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিম, চাম্বল ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈদি, ছনুয়ার সভাপতি মো. হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় রিক্সা শ্রমিকদের সন্তানদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে তাদের সন্তানদের জন্য শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। সভাশেষে প্রায় দুই শতাধিক রিক্স শ্রমিকের একটি র‌্যালী বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিন করে টাইমবাজার পেট্রোল পাম্পে শেষ হয়।

শেয়ার করুনঃ