
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় বিগত ৩৭ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ তাপ প্রবাহ বয়ে চলেছে। এই তীব্র গরমে অতিষ্ট শ্রমজীবি মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।
১ মে ২০২৪ খ্রি. মহান মে দিবসের তপ্ত দুপুরে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে পুলিশ সুপার পথচারী, ফেরিওয়ালা, দিনমজুর, কৃষক, রিকশা চালক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার শ্রমজীবি মানুষদের কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত, ট্যাং, খাবার পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করেন।