
১ মে উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি পুরাতন বাস স্টান্ড থেকে শুরু হয়ে নতুন বাস স্টান্ডে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল হক, পৌর শাখার উপদেষ্টা শেখ আব্দুর রাজ্জাক, ইসাহাক আলী খান, মায়ায, মেহদী, রাকিবুল হাসান, আলআমিন, নির্মাণ শ্রমিক সভাপতি সিরাজুল ইসলাম, বাস শ্রমিক সভাপতি হাসান মাতুব্বর, সংগঠনের পিরোজপুর সদরের সভাপতি মাসুম বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে খাবার ও লিফলেট বিতরন করা হয়।