
মৃত ব্যক্তিদের জন্য করণীয় বিষয়ক কোর্স-২০২৪ সম্পন্ন হয়েছে।
মৃত ব্যক্তির গোসল, কাফন, দাফন, জানাজা, কবরে শোয়ানোর পদ্ধতি ও নিয়ম বিষয়ক কোর্স
বুধবার (১ লা মে) বিকেলে চট্টগ্রাম নগরীর নয়াবাজার মোড়স্থ সিএফসি সেন্টার এইচ এস টাওয়ার ডায়াগনস্টিক সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম সিএফসি’র তারবিয়া ডিপার্টমেন্টের প্রধান এডভোকেট মুহাম্মদ ইব্রাহিমের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
উক্ত বিষয়ে বিশদভাবে আলোচনা করেন নগরীর খুলশি জামে মসজিদের খতিব ও শায়েখ রায়হান উদ্দিন মাদানি লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়।
এসময় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও ব্যবহারিক উপস্থাপন শেষে প্রশ্ন ও উত্তর পর্বে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচক।
মৃত ব্যক্তিদের জন্য করণীয় বিষয়ক কোর্স এর মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজন করায় আগত অতিথি, প্রশিক্ষণার্থী ও শুভাকাঙ্ক্ষীরা ধন্যবাদ জ্ঞাপন করেন।