
মহান মে দিবসে ফরিদপুরের রিকশা চালকদের মাঝে ছাতা, খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন।
তীব্র দাবদাহ খেটে খাওয়া মানুষগুলো যখন দিশেহারা এই মানুষের গুলোকে একটু স্বস্তি দিতে ফরিদপুর জেলা প্রশাসকের এই আয়োজন।
আজ বুধবার (১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহরের দুই শতাধিক রিকশা চালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
এ সময় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার দিন মজুরীদের উদ্দেশ্য বলেন,প্রাকৃতিক দুর্যোগে কার হাত নেই, তবে যতটুক সম্ভব নিজেদেরকে সচেতন রেখে চলতে হবে। এই প্রচন্ড গরমে পানির পরিমাণ খাওয়াটা বেশি বাড়িয়ে দিতে হবে। কারণ শরীরে ঘাম হয়ে অনেক পানি বের হয়ে যায়। একাধারে পরিশ্রম না করে নিজেকে একটু বিশ্রামে রাখবেন।