
বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে এক ঘণ্টার জন্য পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে পাথরঘাটা হাজী জালাল উদ্দিন কলেজের শিক্ষার্থী তাসলিমা।
পাথরঘাটা উপজেলা পরিষদের সভা কক্ষে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির প্রতীকি দায়িত্ব তুলে দেন পাথরঘাটা উপজেলা এনসিটিএফ এর সংগঠনিক সম্পাদক তাসলিমার হাতে।
আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করার পর প্রতীকি উপজেলা চেয়ারম্যান ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরকে।
পাথরঘাটা উপজেলা এনসিটিএফ এর ভারপ্রাপ্ত সভাপতি তাইয়েবা ইসলাম নিঝুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি, পাথরঘাটা কে.এম. মডেল সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন খান। এছাড়াও পাথরঘাটা উপজেলা এনসিটিএফ ভলান্টিয়ার বশির আহমেদ সিনহা সহর সদস্যরা উপস্থিত ছিলো।