
জামালপুরের মেলান্দহে সাবমার্সিবল পানির বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় মহিলা ইউপি সদস্য ফরিদা বেগমের বিরুদ্ধে। সে উপজেলার ৭ নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের (১-৩) নং সংরক্ষিত আসনের ইউপি সদস্য।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সুত্রে জানা যায়,গ্রামের লোকজনের সুপেয় পানি সরবরাহের জন্য উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা এলাকায় স্থানীয় ইউপি সদস্য ফরিদা বেগমের বাড়িতে সাবমার্সিবল পানির লাইন স্থাপন করা হয়। সাবমার্সিবল থেকে ১০ টি পরিবারে সরকারি ফ্রি দিয়ে পানির লাইন বিতরনের কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দা হৃদয় হাসান বলেন,সাবমার্সিবল পানির লাইন বিতরণের সময় ইউপি সদস্য ফরিদা বেগম আমাদের থেকে মোটা অংকের অর্থ দাবি করে। তার চাহিদা মতো অর্থ দিতে না পারায় আমাদেরকে পানির লাইন না দিয়ে মহিলা মেম্বার তার স্বজনদের নামে লাইন বিতরন করেছে।
ইউপি সদস্য ফরিদা বেগম বলেন,সাবমার্সিবল পানির লাইন বিতরণের সময় কেউ নিতে আগ্রহ দেখায়নি।যারা লাইন বিতরণে অনিয়মের অভিযোগ করতেছে তাদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে।ভাবমূর্তি ক্ষুন্ন করতেই অপপ্রচার চালাচ্ছে। এখন কেউ লাইন নিতে চাইলে দেওয়া হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অদিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, কেউ নতুন করে পানির লাইন নিতে চাইলে তদন্ত সাপেক্ষে দেওয়া হবে।