
উৎসাহ-উদ্দীপনা আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনার বেতাগীতে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা রিক্স শ্রমিক ইউনিয়ন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
বুধবার সকাল এগারাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে একাটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিন শেষে পথসভায় উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ বক্তব্য রাখেন। এর আগে উপজেলা রিক্স শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে বেতাগী বাসষ্ট্যান্ড থেকে মোটর পরিবহন শ্রমিক, অটোবাইক শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মাথায় লাল ব্যাচ ধারণ করে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের করে আলোচনা সভার আয়োজন করে।
বেতাগী উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী খলিলুর রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বরগুনা জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর সহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।