
নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার সকালে জাতীয় পতাকা এবং কালো পতাকা
উত্তোলন করে ২৪৫ নং ট্রাক, ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়ন এবং মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন। পরে পৃথক ভাবে দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে শোক র্যালী করে শ্রমিকরা। যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরআগে সকাল থেকে বুকে কালো ব্যাজ ধারণ করে বাস টার্মিনাল এবং ইসলামপুরে জড় হতে থাকে শ্রমিকরা। পরে দুটি শ্রমিক কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়, বঞ্চনা থেকে মুক্তি, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতা সহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করেন এবং সরকারের কাছে দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন ২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন
আকতার, সাধারণ সম্পাদক ওয়াহেদ শেখ, সাবেক সভাপতি মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং ১১৬৭ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোন্তাজ আলী সহ শ্রমিক নেতারা।