
দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে রাহেলা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যুহয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বাডি়র পাশে আম গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময়তিীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়।তিনি উপজেলার ৪নং ইউনিয়নের ২নং ওর্য়াড চুনিয়াপাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী।
এ বিষয়ে তার জামাই শামীম হোসেন জানান, তিনি র্দীঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি অনিয়মিত ওষুধ খেতেন। এছাড়া তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন এবং শরীরের ডানপাশ অবসের কারণে চলা ফেরা ও স্বাভাবিক কাজর্কম করতে পারতেন না। ঘটনার আগে আমার শাশুডি় বাড়ির পাশে জ্বালানি সংগ্রহের জন্য বের হন। জ্বালানি সংগ্রহ শেষে আম গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়।ঘোড়াঘাট থানার ◌্অফিসার ইনর্চাজ ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনাস্থল পরির্দশন করেছি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হিটস্ট্রোকেই মৃত্যুহয়েছে।লোকমুখে শুনেছি, রাহেলা (৪৭) নামে এক নারীর মৃত্যুহয়েছে। যেহেতুতাকেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়নি, সেহেতুতার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যুহতে পারে।