দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং-রাজ ২৬৪৭ এর সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে কয়লাখনি থেকে এক বিশাল মহান মে দিবস এর র্যালি বের হয়। র্যালিটি কয়লাখনি এলাকা প্রদক্ষিণ করে কয়লা খনির ভিতরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মহান মে দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচার ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী। মহান মে দিবস এর র্যালিতে কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৫শতাধিক শ্রমিক ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন।