
“শ্রমিক -মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পটুয়াখালীতে মহান মে দিবস২০২৪ পালিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ১ লা মে বুধবার সকাল সাড়ে ৯ টায় এ দিবস উদযাপন উপলক্ষ্যে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে শিল্প কলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়।পরে শিল্পী কলা একাডেমীর হল রুমে উক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পটুয়াখালী। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ নুর কুতুবুল আলম,জেলা প্রশাসক, পটুয়াখালী। এসভায় এসময় বোতল বুনিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যাক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম,বিপিএম-পিপিএম,পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান এবং জাতীয় পার্টি, পটুয়াখালী জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ জাফর উল্লাহ।এছাড়াও এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,পটুয়াখালী নৌ-যান (হেজ) মালামাল পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম, পটুয়াখালী জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুল ইসলাম স্বপন, সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার ওপটুয়াখালী জেলা বাস -মিনিবাস মালিক সসমিতির সহ-সভাপতি এবং পটুয়াখালী ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান।
মহান মে দিবস পালনে এ র্যালী ও আলোচনা সভায় ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, হোটেল, রেস্তোরা, মিষ্টি ও বেকারি ট্রেড ইউনিয়ন, পটুয়াখালী সদর উপজেলা বস্ত্র দোকান কর্মচারী ইউনিয়ন,পটুয়াখালী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও ফানিচার শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ এবং নানা গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।