
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০এপ্রিল) বিকাল ৩ টার সময় হাবিলদারবাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়।
হাবিলদারবাসা এলাকাবাসীর উদ্যোগে করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় ও করেরহাট ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাবিলদারবাসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল করিম আল ফেনবী ও হাজী ইউনুস আলী জামে মসজিদের খতিব আবুল কালামের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ নামাজের ইমামতি করেন পশ্চিম জোয়ার কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা মমিনুল ইসলাম।
নামাজ শুরুর আগে বক্তব্য রাখেন সরকারতালুক জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর, পশ্চিম জোয়ার মুহুরি বাড়ি (চেয়ারম্যান বাড়ি) জামে মসজিদের খতিব আবদুল হালিম ও জয়পুর পূর্ব জোয়ার জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ প্রমুখ। নামাজে করেরহাট ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব, হাবিলদারবাসা এলাকাবাসী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উক্ত নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পশ্চিম জোয়ার কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা মমিনুল ইসলাম।