মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে জাল নোটসহ আবির হোসেন (২২) ও আব্দুল্লাহ (৩২) নামে দুই জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বিরামপুর উপজেলার ৬নং বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত আবির হোসন (২২) রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি সদর উপজেলার জুম্মাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে এবং আব্দুল্লাহ বগুড়া জেলার কাহালু উপজেলার কাহালু গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার দেশমা বাজারে বিভিন্ন দোকানে এক হাজার টাকার নোট দিয়ে বাজার করেন এবং আরেক দোকানে পাঁচশত টাকার নোট দিয়ে বাজার করেন। টাকার নোটের প্রতি দোকানদারের সন্দেহ হলে পাশে থাকা হাট ইজারাদার দবিরুল ইসলামের বাবা রফিদুল ইসলামকে টাকার নোট ২টি দেখান। তিনি তখন তাঁদেরকে খুঁজতে বলেন, একপর্যায়ে হাটের ভিতরে তাঁদের দেখতে পেয়ে তাঁদের আটক করে । পরে তাঁদের প্যান্টের পকেট থেকে এক হাজার টাকার ৬ টি জাল নোটসহ স্থানীরা তাঁদের কে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাঁদেরকে আটক করে।তিনি আরও জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে।