
রাজধানীতে ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ প্রতিষ্ঠানকে সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার দিনব্যাপী যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় চলে এই অভিযান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল।
তিনি জানান,রাজধানীর দুটি এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরআর ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজকে নগদ ২ লাখ,ফাস্ট টেপস অ্যান্ড ক্যামিকেল লিমিটেডকে নগদ ২ লাখ টাকা,প্রিমিয়ার এন্টারপ্রাইজ লিমিটেডকে নগদ ৩ লাখ টাকা,মেসার্স ইসলাম ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা,শাওন কনজিউমার প্রোডাকশনকে নগদ ১ লাখ টাকা,মীম ক্যামিকেল কোম্পানিকে নগদ ৫০ হাজার টাকা,ইভানা ফুড অ্যান্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজকে নগদ ১ লাখ টাকা,এমইপি এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ২০ হাজার টাকা,রাইজিং স্টার ফুড প্রোডাক্টস লিমিটেডকে নগদ ১ লাখ টাকা ও এ্যানাজি টের্যা ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা করা হয়।
এছাড়া সিরাজ ট্রেডিং এর দুইজন ব্যক্তিকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা জরিমানা দিতে না পারায় উভয়কে ১ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন,মজুদ ও বাজারজাত করে আসছিল।
এ সময় বিএসটিআইর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে