
রাজধানীর টঙ্গী ও বিমানবন্দর এলাকা থেকে সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর থানা ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো.আকাশ (২০),সাব্বির মোল্লা (২৪),মো.বাবুল মিয়া (৩২),মো.মিন্টু (৩৫),মো. জসিম (২৭),মো.মোশারফ করিম (২০),মো.রাব্বি (১৯)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি ছুরি,একটি লোহার চেইন,তিনটি খুর,দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার ( ৩০ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার),সহকারী পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান।
তিনি জানান,রাজধানীবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা যাত্রীরা যাতে নিরাপদে,নির্বিঘ্নে, স্বস্তির সঙ্গে চলাচল করতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি ও কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে