
সারাদেশের মতো দাবদাহে পুড়ছে বরগুনার আমতলী,তীব্র গরমে রীতিমতো ওষ্ঠাগত জনজীবন। বয়ে যাওয়া তাপপ্রবাহে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থার তৈরি হয়েছে।বিশেষ করে গরমে স্বস্তি পেতে ফ্যান কিনতে আগ্রহী বেশিরভাগ ক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে ফ্যানের।দোকানিদের দাবি পাইকারী দাম বাড়ানোর কারণে এ বছর ফ্যানের দাম বেড়েছে। চাহিদা বাড়ায় আমতলীতে এসব ফ্যানের সংকট তৈরির পাশাপাশি গত বছরের তুলনায় প্রতিটি ফ্যানের মূল্য বেড়েছে আকার ও কোম্পানিভেদে ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এতে দাম শুনে অনেকেই না কিনে চলে যাচ্ছেন। আবার অনেকে বাধ্য হয়ে বেশি দামেই কিনছেন। ভিশন, ওয়ালটন, ক্লিক,সানকা,
সিঙ্গারসহ নানা ব্র্যান্ডের সিলিং ফ্যান ছোট বড় ও টেবিল ফ্যান ও এছাড়া চার্জার ফ্যান পাওয়া যাচ্ছে এসব দোকানে।আস্থানীয় বিভিন্ন ইলেক্ট্রনি· মার্কেট পণ্যের দোকান ঘুরে দেখা যায়, চার্জার ফ্যান, স্ট্যান্ড ফ্যান,সিলিং ফ্যান কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে চার্জার ফ্যানের চাহিদা তুলনামূলক বেশি। বাজারে বর্তমানে চার্জার ফ্যান বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। ফ্যান কিনতে আসা সুমন রশিদ বলেন, একদিকে রৌদ্র ও ভ্যাপসা গরম তারপরে ‘লোডশেডিং বাসায় বাচ্চাকাচ্চা আছে। তাদের জন্যই বাধ্য হয়ে ফ্যান কিনতে এলাম।প্রত্যেকটা পণ্যেরই দাম বেড়ে গেছে। এত দামে কেনা তো আসলে আমাদের মতো নির্ধারিত আয়ের মানুষের জন্য কষ্ট হয়ে যায়।