
দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জারি করেছে ‘হিট অ্যালার্ট।’ তাপে সড়কের পিচ গলে যাওয়ার ঘটনাও ঘটছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিটস্ট্রোকে মৃত্যুর খবর আসছে। হাসপাতালে বাড়ছে রোগী। সূর্যের তাপের তীব্রতা এখন মরুভূমিতে নয়, মোংলার রাস্তাতেই এখন এমন অবস্থার নজির মিলেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ভিডিওটি মোংলার সংবাদ কর্মী B M Wasim Arman এর ফেসবুক পেজ থেকে ‘রৌদ্রের তাপে ডিম ভাজি’ শিরোনামে একটি পোস্ট করা হলে সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় (ফেজবুক) রোদের তাপে ডিম ভাজার ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
৫ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোংলা পৌর শহরের কলেজ মোড় এলাকায় রাস্তার উপর একটি স্টিলের থালায় তেল দিয়ে ডিম ভেঙে দেওয়া মাত্রই ভাজা শুরু হয়। ভিডিওটির ধারাভাষ্যে সংবাদকর্মী বি এম ওয়াসিম আরমানকে বলতে শোনা যায়, তিনি ঐ ষ্টিলের থালাটি ডিম দেওয়ার আগে ২০ মিনিট রোদে রেখে গরম করে নিয়েছিলেন। ভিডিওটিতে তাঁকে ডিমটি কিছু দিয়ে নাড়াচড়া করতে দেখা যায়। ভাজি করা ডিমটি সবাইকে মিলে খেতেও দেখা যায় ভিডিওতে।খোঁজ নিয়ে জানা গেছে, এখানে তীব্র গরমে সহজে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। যে কারণে যানবাহনগুলোতে দেখা দিয়েছে যাত্রী সংকট।