
ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনায় একমাত্র পলাতক আসামি ফিরোজ শেখকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ ঘটনায় মামলার ৭২ ঘণ্টার মধ্যে সোমবার (২৯ এপ্রিল) ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।
র্যাবের এই কর্মকর্তা জানান,গত ২২ এপ্রিল সন্ধ্যার দিকে ৩২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী তার বসবাসরত বাবার বাড়ির কাছে থাকা একটি দোকানে চা পাতা ও চিনি কিনতে যান। চা পাতা ও চিনি কিনে তার বাসায় ফিরে আসার সময় গ্রেফতারকৃত ফিরোজ শেখ তার অটোভ্যানে করে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নেন। পরে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কৃষ্ণনগর এলাকার একটি মাঠে নির্জন স্থানে নিয়ে যান। এরপর তাকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, এ ঘটনায় তার বাবা ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন। সেই মামলায় একমাত্র আসামি ছিলেন ফিরোজ শেখ। মামলার বিষয়টি জানতে পেরে ফিরোজ শেখ আত্মগোপনে চলে যান।
র্যাবের এই কর্মকর্তা আরও জানায়,সোমবার ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পরমানন্দপুর এলাকায় একটি অভিযান চালানো হয়। সেই অভিযানে ফিরোজ শেখকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ শেখ স্বীকার করেছেন,তিনি তাকে ধর্ষণ করেছেন। তিনি আইনের হাত থেকে বাঁচতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে