
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শাহাদাৎ হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর ফাটাপুকুর নামক এলাকায় এই দূর্ঘটনার ঘটনা।নিহত শাহাদাৎ হোসেন জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় বসবাস করতেন এবং বেসরকারি ইউনাইটেড কলেজে র ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বিকেলে শাহাদাৎ মোটরসাইকেল যোগে সাথে আরও দুইজনকে নিয়ে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাদুঘরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে মোটরসাইকেলের দুইজন আরোহী সড়কের পাশে ছিটকে পড়েন। তবে শাহাদাৎ হোসেন ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। বাকি দুইজন অক্ষত আছে।