
কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ১০ দিন ব্যাপী ২১তম বৈশাখী মেলা /২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
স্বেচ্ছাসেবী সংগঠন সুপান্তের, আয়োজনে রোববার ‘(২৮ এপ্রিল) সন্ধ্যায়, এ বৈশাখী মেলার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু,
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান সাজু তালুকদার, প্রভাষক নিমাই শিংহ, তবকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান প্রমূখ।
শেষে, মেলায় বিভিন্ন পর্যায়ে কবিতা আবৃতি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।