
টানা চতুর্থ দিনে চলা মিরপুরের পোশাক শ্রমিকদের টিয়ারসেল মেরে তুলে দিয়েছে পুলিশ৷ এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে পূরুবী সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ধাওয়ায় পিছু হঠছে শ্রমিকরা। এ সময় অন্তত ১২ টিয়ারসেল নিক্ষেপ করা হয়।
বর্তমানে এই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্দোলনরত শ্রমিকিরা এখন আর সড়কে নেই।
প্রত্যক্ষদর্শী আবুল হালিম বলেন,হুট করেই পোশাক শ্রমিকরা পুলিশের উদ্দেশ্য ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করেন। তারপর শ্রমিকরা যে যেভাবে পারে দিগবিদিক ছুটে যায়।
মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন,শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়।এতে তারা আহত হন।আমরা তারপর এ্যাকশনে যাই।
ডিআই/এসকে