
রাজশাহীর বাগমারা উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা সোমবার (২৯এপ্রিল) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ক আলোচনা, অপরাধ চিত্র পর্যালোচনা, সামাজিক অপরাধ, বাল্য বিবাহ, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে অলোচনাঅনুষ্ছিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবিব, অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার, মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহেনা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ কুমার, বাগমারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাহাবুর রহমান প্রমূখ।
সভায়অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকতা মাকাম্মাম মাহমুদা, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, মাহমুদুর রহমান মিলন, মোশারফ হোসেন, মোজাম্মেল হোসেন, হাবিবুর রহমান, মাজেদুর রহমান সোহাগ, রেজাউল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।