
ফরিদপুরের মুন্সিবাজার উচ্চ বিদ্যালয় দ্বিবার্ষিক নির্বাচন সোমবার বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে মোট ৯ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে ৪ প্রার্থী বিজয়ী হয়।
নির্বাচন শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার বাড়ৈ। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন মিজানুর রহমান।
সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচন চলাকালে কোন প্রকার অপীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাছাড়া এখানে স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে।
নির্বাচন শেষে বিজয়ীরা হলেন মোঃ খোকন মিয়া, অশোক কুমার ঘোষ, শহীদ আহমেদ ও বাবলু কুমার বিশ্বাস।
এদিকে নির্বাচনে বিজয়ের পর বিজয়ীরা এ বিদ্যালয়ের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে জানান। এদিকে বিজয়ীদের প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় জনসাধারণ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক।