
হবিগঞ্জের মাধবপুরে ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজে পাহাড় সম দুর্নীতির অভিযোগ রয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকালে ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবরে দৈনিক সকালের খবর প্রতিনিধি শ্রীবাস সরকার অনুসন্ধানে গেলে ওই স্কুল এন্ড কলেজের পাহাড় সম দুর্নীতি ও অনিয়ম বেরিয়ে আসে । জানা যায়, ঐ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও সহকারী শিক্ষক দীপক কান্তি রায় সহ দুইজন সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি সামসু মিয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে আসছে । দৈনিক সকালের কবরের প্রতিনিধির অনুসন্ধান কালে ওই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ নিজেকে স্বচ্ছতার দাবিতে প্রধান শিক্ষক হয়েছেন দাবি করে সাংবাদিককে বোকা বানানোর চেষ্টা করেন । কিন্তু সাংবাদিকের অনুসন্ধানে দেখা যায় স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজের জন্য ৮৬৭৫ (আট হাজার ছয়শত পঁচাত্তর) টাকার ভাউচার অনুসন্ধান করলে দেখা যায় ওই দোকানের ক্যাশ মেমোতে ৮০ টাকার পণ্য ক্রয়ের তথ্য পাওয়া যায় । যেখানে ৮০ টাকার পণ্য কিনে প্রধান শিক্ষক ৮৬৭৫ টাকার ভাউচার বানিয়েছেন । এ ধরনের অধিকাংশ ভাউচারে অমিল রয়েছে । এছাড়াও নানা অনিয়ম ও দুর্নীতি রয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ,
ধারাবাহিক ভাবে পরের পর্বে আসছে ৩ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ । এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।