
২৮এপ্রিল রবিবার অনুষ্ঠিত পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ইউপির ৬ নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছেন গৌতম পাল।তিনি তাঁর ফুটবল প্রতীকে ৮৬৬ ভোট পেয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ৪৯৮ ভোট।গৌতম পাল নির্বাচিত হয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্হিতিতে কমলাপুর ইউপির ৬নং ওয়ার্ডের সকল পর্যায়ের নাগরিক বৃন্দদের উদ্যােশ্য বলেন,তাকে যারা ভোট দিয়েছেন কিংবা ভোট দেয়নি তাদের তিনি সকলের মেম্বার।এছাড়াও তিনি এসময় তাঁর কর্মী,সমার্থক ও আত্নীয়-স্বজনদের উদ্যােশ্য করে বলেছেন, তাঁরা যেনও তাঁর নির্বাচনী এলাকার সর্ব শ্রেণী-পেশার মানুষ জনের সাথে সৌহার্দ পূর্ন সম্পর্ক বজায় রাখেন এবং সৌজন্য মূলক আচার ব্যবহার করেন। পরিশেষে গৌতম পাল কে বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁর নির্বাচনী এলাকার সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।