
ময়মনসিংহের নান্দাইলে ৩টি অটোগাড়ী উদ্ধার সহ মিজান মিয়া ও মুখলেছ মিয়া নামে আন্তজেলা অটোগাড়ী চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ২টি চোরাই গরু উদ্ধারপূর্বক ট্রাক সহ রাহুল হোসেন নামে এক গরু চোরকে গ্রেফতার করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে থানা পুলিশের দুটি টিম গত শনিবার ও রোববার পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত অটোগাড়ী ও গরু উদ্ধারপূর্বক আন্ত: জেলা অটোচোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানাগেছে, গত শনিবার (২৭শে এপ্রিল) নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামের ফরিদ মিয়া (২২) কর্তৃক নান্দাইল মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৩২ অনুযায়ী একটি অটোগাড়ী (ইজিবাইক) ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনার প্রেক্ষিতে অনুসন্ধান চালায়
থানা পুলিশ।এ ঘটনায় এসআই মোঃ সুজন মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ চর বৈতাগৈর ইউপি এলাকা হইতে চরউত্তরবন্ধ গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র আসামী মিজান মিয়াকে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে গাজীপুর জেলার শ্রীপুর থানার বল্লল পশ্চিমপাড়া গ্রামের মৃত খোরদেশ মিয়ার পুত্র আসামী মুখলেছ
মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রোববার (২৮শে এপ্রিল) গাজীপুর জেলার জয়দেবপুর বিআইডিসি বাজারস্থ অটো গ্যারেজ হইতে বাদীর সনাক্তমতে তাহার অটোগাড়ীটি উদ্ধারের পাশাপাশি আরও ২টি চোরাই অটোগাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপরদিকে গত শুক্রবার (২৬শে এপ্রিল) দিবাগত রাতে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া
গ্রামের চান হোসেনের পুত্র কামাল হোসেন মাজুর দুটি গরু চুরি হওয়া ঘটনার অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৭শে এপ্রিল) অভিযান পরিচালনা করে নান্দাইল উপজেলার বড়াইল ইট ভাটার নিকট হইতে দুটি গরু ও বড়াইল ধীতপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র রাহুল হোসনেকে ট্রাক সহ গ্রেফতার করা হয়। চোরাই যাওয়া
গরু ২টি বাদীর সনাক্তমতে উদ্ধার করা হয়। থানা পুলিশ কর্তৃক দ্রুত সময়ে মধ্যে বাদীর হারানো অটোগাড়ী ও গরু উদ্ধার হওয়ায় পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় সহ থানার অফিসার ইনচার্জকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাদী সহ এলাকাবাসী।