ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

বাংলাদেশ স্পাই এজেন্ট গ্রুপ টিমে জন্য অনলাইনে হ্যারাসমেন্ট অসম্ভব

একজন প্রকৃত হ্যাকার কিন্তু কখনোই মুখে নিজেকে হ্যাকার দাবী করেনা বরং মুখোশের আড়ালেই অ্যানোনিমাস হয়েই হাসতে জানে, টেকনোলজিতে দক্ষ হওয়া এক কথা আর হ্যাকিং আরেক কথা!

বস্তুত একজন হ্যাকার মাপকাঠি তার স্কিল নয় বরং তার মেরিট; কেননা হ্যাকিং কোন ধরা বাঁধা বিদ্যা নয়। হ্যাকিং শিখতে এমন নয় যে দামী কম্পিউটার থাকতে হবে আবার নয়তো কঠিন কালি লিনাক্স জানতে হবে; হ্যাকিং বিদ্যা পুরোটাই আপনার ইচ্ছাশক্তি, ধৈর্য্য আর মন-মানসিকতার ওপর(অবশ্য স্বীকার্য যে একজন হ্যাকারের পথচলা শুরু হয় প্রোগামিং এর পায়ে পায়ে)।

একজন হ্যাকার এর সবচেয়ে বড় গুণ হলো তিনি রাগতে জানেন না; একজন হ্যাকার কখনোই মাথা গরম করে রেগে যান না বরং ঠান্ডা মাথায় শত্রুকে ঠাসিয়ে থাপ্পড় মারেন”

আমি,আপনি,আমরা সবাই যেনো শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে নেটওয়ার্কিং করতে পারি সেই জন্য সমাজের ভালোর জন্য একটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন৷ অনেক সময় দেখা যায় বেনামে (ভূয়া) ফেইসবুক আইডি খুলে আপত্তিকর ছবি (এডিটিং) করে ভালো ছবিকে খারাপ বানিয়ে সোশাল মিডিয়া ফেইসবুক, ইনস্টাগ্রাম,টুইটার সহ অনেক ধরনের ওয়েবসাইট প্রচার করে মানুষ কে হেনস্তা করে এবং ব্ল্যাকমেল করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়, কিছু অসাধু চক্র৷এবার থেকে তাদের দিন শেষ৷ কারন এখন বাংলাদেশ স্পাই এজেন্ট, নামের একটি গ্রুপের কিছু সদস্য মিয়ে বিনামূল্যে বা সাময়িক একটা ফ্রি দিয়ে এরকম প্রতারকের প্রতারণায় বাঁধাদিয়ে জনগনের উপকার করেই যাচ্ছে৷ আমরা জানতে চাই সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান সুনামধন্য সুনার ছেলে খ্যাতিমান ব্যাক্তি এনামুল হক এর কাছ থকে যার সব সময় চিন্তাচেতনাই সমাজের উন্নয়ন নিয়ে৷ জানতে চাই কি গ্রুপ এই বাংলাদেশ স্পাই এজেন্ট, কি এই গ্রুপের কাজ, এ বিষয়ে জানতে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে খুঁজনিয়ে দেখা যায় একটি গ্রুপ সেখানে বর্ননা আছে এটা কিসের গ্রুপ, হুবহু তুলেধরা হলো৷ বাংলাদেশ স্পাই এজেন্ট এর অফিসিয়াল পোস্ট গ্রুপে স্বাগতম – এই গ্রুপটি শুধুমাত্র দেশের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা কে বারবার স্মরন করিয়ে দেওয়ার জন্য তৈরি করা, সেই সাথে দেশের সাধারণ মানুষদের সহযোগিতা করা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল এর চিত্র/ইতিহাস মনে করিয়ে দেওয়া এবং সাইবার রিলেটেড সমস্যার সমাধান করা হয় এবং নানা রকম শিক্ষনীয় পোস্ট করা হয়, বাঙালী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে যেকোনো পদক্ষেপ নেওয়া হয়!অসাম্প্রদায়িক, স্বনির্ভর, সুশাসন ভিত্তিক সমাজব্যবস্থা ও উন্নত বাংলাদেশের প্রত্যাশায় : বাংলাদেশি সাধারণ জনগন মিলে স্পাই কমিউনিটি।উদ্দেশ্য কি এই টিম এর এমন প্রশ্নের উত্তরে জানান: দেশ কে এগিয়ে নিয়ে যাওয়া সন্ত্রাসবাদ / জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সামাজিক সচেতনতা মূলক কাজে অংশ নেওয়ার জন্য কাজ করবে’ স্পাই কমিউনিটি’অসহায়/দারিদ্র মানুষদের পাশে থাকাই সবচেয়ে বড় লক্ষ্য’ স্পাই কমিউনিটির’আমাদের সাথে থেকে দেশ এবং মানুষের সেবায় থাকুন’ এবং তার কিছু চিত্র তুলে স্পাই কমিউনিটিতে পোস্ট দিয়ে অন্যকে উৎসাহিত করতে পারেন সাধারন জনগনের নিকট কামনা করেন৷ ‘সবশেষে দেশের সেবায় থাকুন দেশ কে বুকে গাথুন দেশ কে ভালবাসুন এবং উগ্রবাদ কে না বলুন৷ চেতনায় বাঙালী সংস্কৃতি উগ্রবাদ নয় সম্প্রিতী ‘সচেতনতার জানান দিন :-সাইবারে নিরাপদ থাকুন এবং জানুন কোথায় আপনার থামতে হবে।বাংলাদেশ স্পাই এজেন্ট তাকবে আপনার সাথে আপনার পাশে৷

শেয়ার করুনঃ