
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি জানায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে