
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতিক নিয়ে ১ হাজার ১’শ ৩৩ ভোট বেশি পেয়ে জাহিদুল ইসলাম মিঠু বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতিকের প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন ৫ হাজার ৮’শ ৬৯।জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন রবিবার শান্তিপুর্ণভাবে শেষ হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করেছেন। মোটর সাইকেল প্রতিক নিয়ে মোঃ জাহিদুল ইসলাম মিঠু বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোতাহার উদ্দিন মৃধা। আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন, বে-সরকারী
ফলাফলে মোটর সাইকেল প্রতিকের প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু বিজয়ী হয়েছে।