
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে সদস্য নির্বাচিত হলেন ঈমান উদ্দিন।
রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে ৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রার্থী মোঃ নুরুল ইসলাম পান ৩৯ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদের উপ নির্বাচনে ঈমান উদ্দিনের প্রতিক ছিল অটোরিক্সা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল ইসলামের প্রতিক ছিল টিউবওয়েল।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপ নির্বাচনের প্রিজাইডিং অফিসার সৈয়দ রাফি উদ্দিন জানান,আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১০৭ জন। এর মধ্যে ১০৭জনই তাদের নিজ নিজ ভোট তাদের পছন্দের প্রার্থীকে প্রদান করেন। তন্মধ্যে ১ টি ভোট বাতিল হয়ে যায।
উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহনের জন্য বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়া সদস্য পদ থেকে পদত্যাগ করলে সদস্য পদটি শূন্য হয়ে যায় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন উক্ত নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষনা করেন।