
১ নভেম্বর, বুধবার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জদের
বিদায়ী ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার ( ১ নভেম্বর) সন্ধ্যায় থানা চত্বরে
আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
থানার বিদায়ী অফিসার ইনচার্জ টানটু সাহা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার
রোমেন শর্মা।
এ সময় নতুন অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আর বিদায়ী অফিসার ইনচার্জ টানটু সাহাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ক্যানু ওয়ান চাক,উপজেলা ভাইস-চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, থানার সেকেন্ট অফিসার এস আই মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলার ৩ ইউনিয়ন সদর,দৌছড়ি ও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মো: ইমরান,নুরুল আবছার ও মো: আলম কেম্পানী,নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন টুক্কু, সদস্য সানজিদা আক্তার রুনা প্রমূখ।
সভা সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার। অনুষ্ঠানে উপজেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উভয় অফিসার ইনচার্জ এর কল্যাণ ও তাদের উন্নতি কামনা করে তাদের স্বরণ করা হয়।