রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল গিয়ে পানিতে ডুবে পূজা নামের (১১) এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃত স্কুল শিক্ষার্থী রূপগঞ্জ উপজেলার হাওলিপাড়া এলাকার বিশ্বনাথ বিশুর মেয়ে পূজা।নিহতদের পরিবারের সদস্যরা জানায় পূজা ও তার চাচাতো বোন বাড়ির পাশে একটি পুকুরে বোতল নিয়ে সাঁতার শিখার জন্য গোসল করতে যায়। তখন হঠাৎ করেই তার চাচাতো বোন এবং পূজা দুজনেই পানিতে তলিয়ে যেতে থাকে। আশেপাশের লোকজন দেখে তাড়াহুড়া করে তাদেরকে উপরে তুলে নিয়ে এসে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পূজাকে মৃত বলে ঘোষণা করে