
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় হতদরিদ্র ৩০ জন শিক্ষার্থী পেয়েছে টিউশন ফি। রবিবার(২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠানিকভাবে ওইসব শিক্ষার্থীদের হাতে এ সহায়তা তুলো দেয়া হয়। এফডিসিএস প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এ সহায়তা প্রদান করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপজেলা শিক্ষা পরিদর্শক একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, খেপুপাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি কলেজের অধ্যক্ষ এম সালেহ, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার ভৌমিক, এফডিসিএস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার তানিয়া মজুমদার, ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম রেজিনা জয়ধর প্রমুখ। এ সময় এফডিসিএস প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার উজ্জ্বল গাঠিয়া সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’ ইপজিয়া প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।