
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ২৮এপ্রিল রবিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করা হয়। লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের বাদক দলের ব্যান্ডের তালে তালে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উক্ত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারকবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ আইনজীবীরা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচছাসেবক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।