আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে দলিল লেখক সমিতির সদস্যদের অফিসসহ ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এই ঘটনা ঘটে।
শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের পূর্ব পাশে টিন ও কাঠের তৈরি একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লিলিহান শিখা উত্তর দিকে ছড়িয়ে পড়ে। এতে দলিল লেখকদের প্রায় ১২টি অফিস ও ফটো কপির দোকান, ট্রি-স্টল, মুদি দোকান ও খাবার হোটেলসহ মোট ১৯টি দোকার ঘর পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক-ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মাজহারুল ইসলাম জানান, গভীর রাতের আগুনে আমাদের অফিসে রক্ষিত দলিল, দলিলের রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এটা নাশকতা কিনা তা ক্ষতিয়ে দেখার জন্য তিনি প্রশাসরে কাছে দাবী জানান।