
আজ ২৮ এপ্রিল ২০২৪ ইং রোজঃ রবিবার, গলাচিপা উপজেলা যুব সমাজ ও সাধারণ মুসল্লী কতৃক আয়োজিত সলাতুল ইস্তিকার নামাজের আয়োজন করা হয়। আজ সকাল দশ ঘটিকায় এই নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজটি পরিচালনা করেন গলাচিপা ইমাম পরিষদের সভাপতি, পুরাতন পাকা জামে মসজিদ পেশ ইমাম ও জৈনপুরী খানকার হুজুর হযরত মাওলানা মোঃ হুমায়ূন কবির নিদিষ্ট সময়ে আগে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা উক্ত মাঠ প্রাঙ্গনে উপস্থিত হতে শুরু করেন এবং নিদিষ্ট সময়ে নামাজ আদায় করেন হাফেজগণ, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও গলাচিপার সাধারণ মুসল্লী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দুই রাকাত নামাজ আদায় করার পরে তীব্র গরম উপেক্ষা করে আল্লাহ তায়ালা সন্তুষ্ঠ ও ক্ষমা প্রাথনা জন্য খুতবা শোনার পরে আল্লাহ তায়ালার কাছে দুই হাত তুলে মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহ তায়ালা কাছে বৃষ্টির জন্য হাও মাও করে কান্না কন্ঠে ফরিয়াদ করা হয়। এবং নামাজ শেষে যুবসমাজের উদ্যোগে ঠান্ডা পানি বিতরন করা হয়।