কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার একটি চৌকস টিম শনিবার (২৭ এপ্রিল)২০২৪ সকালে নাগেশ্বরী থানাধীন নেওয়াশী ইউনিয়নের সুখাতি এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বারইগাঁও গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো: দেলোয়ার হোসেন (৪২) ও একই জেলার পশ্চিম আপাড়া গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৩০) দ্বয় কে ১১৩ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।