
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি বের করা হয়।
বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠানে সরাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা খাতুনের সার্বিক দিকনির্দেশনায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আবু হানিফ। সরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ, সাংবাদিক বৃন্দ।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবসের এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।