
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস,২০২৪ পালিত হয়েছে।২৪ এপ্রিল রবিবার সকাল ৯ টায় জেলা লিগ্যালএইড কমিটি, পটুয়াখালী’র আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের শুভ উদ্ভোধন করা হয়। পরে উক্ত স্হান থেকে এ দিবস পালনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে যথা স্হানে এসে র্যালীটি শেষ হয়। এর পরে উক্ত দিবস উপলক্ষে লিগ্যালএইড মেলা ও রক্তদান কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। উক্ত র্যালীতে এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পটুয়াখালী লিগ্যালএইড কমিটির চেয়ারম্যান সিনিয়র (জেলা ও দায়রা জজ) এস,এম,এরশাদুল আলম,পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম,পটুয়াখালীর জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম – পিপিএম, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান,পটুয়াখালী জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার প্রমুখ। এদিকে সকাল সাড়ে ৯ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস,এম,এরশাদুল আলম,চেয়ারম্যান( সিনিয়র জেলা ও দায়রা জজ), জেলা লিগ্যালএইড কমিটি,পটুয়াখালী।এসময় বাউফল সহকারী জজ আদালতের সহকারী জজ পরান ঢালী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হোসেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান,পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী এ,টি,এম, মোজাম্মেল হোসেন(তপন) ও সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী লুৎফর রহমান খোকন এবং প্যানেল আইনজীবী বিজ্ঞ আইনজীবী এ্যাড: আবুল বাশার(২) ও সুবিধা ভুগী রিনা বেগম।এ আলোচনা সভায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজ্ঞ লিগ্যালএইড অফিসার শাম্মী আকতার,সিনিয়র সহকারী জজ,পটুয়াখালী। উক্ত দিবস পালনে বর্ণাঢ্য র্যালী, রক্তদা কর্মসূচি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল করিম, পটুয়াখালীর সিভিল সার্জন এস এম কবির হোসেন.পটুয়াখালী জেলা কারাগারের জেলা সুপার মোঃ মাহাবুবুল আলম ও পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সহ পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত ও পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বৃন্দ,ব্লাস্টের কো অডিনেটর, সুবিধাভুগী গন.পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত এবং পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নানা স্তরের কর্মকর্তা- কর্মচারীগন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।