
বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে এক ঘণ্টার জন্য পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে পাথরঘাটা হাজী জালাল উদ্দিন কলেজের শিক্ষার্থী তাসলিমা।
বুধবার বিকেল চারটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সভা কক্ষে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির প্রতীকি দায়িত্ব তুলে দেন পাথরঘাটা উপজেলা এনসিটিএফ এর সংগঠনিক সম্পাদক তাসলিমার হাতে।
আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করার পর প্রতীকি উপজেলা চেয়ারম্যান ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরকে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্স (এনসিটিএফ) বরগুনার সদস্যদের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি এ আয়োজন করে।
পাথরঘাটা উপজেলা এনসিটিএফ এর ভারপ্রাপ্ত সভাপতি তাইয়েবা ইসলাম নিঝুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি, পাথরঘাটা কে.এম. মডেল সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন খান। এছাড়াও পাথরঘাটা উপজেলা এনসিটিএফ ভলান্টিয়ার বশির আহমেদ সিনহা সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব নিয়ে সে পাথরঘটাকে নারীবান্ধব উপজজেলা হিসেবে গড়তে বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, নারীর স্বাস্থ্য সুরক্ষাসহ নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কাছে সুপারিশমালা তুলে ধরেন।
প্রতীকী দায়িত্ব পাওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তাসলিমা সুপারিশগুলো আমলে নেওয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। নারীর অবদান দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। প্রতীকী উপজেলা পরিষদ চেয়ারম্যান’র সুপারিশগুলো আমরা গুরুত্বসহকারে বাস্তবায়ন করার চেষ্টা করব।’