
রাজশাহীর তানোরে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আ’ লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তানোর গোল্লা পাড়া বাজারস্থ আ’ লীগ দলীয় কার্যালয়ে তানোর পৌর আ’ লীগের আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর পৌর আ’ লীগ সভাপতি আসলাম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও তানোর পৌর আ’ লীগ সাধারন সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার প্রমুখ ।
এসময় তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক আ’ লীগ যুবলীগ সেচ্ছা সেবক লীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।