
পাবনার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের অন্তর্গত শেখের দাঁইড়-কোলেরকান্দি গ্রামের পাঁচটি ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত কমিটি গঠন করা হয়েছে। সম্মিলিত কমিটিত মোঃ আকবর হোসেন দেওয়ান সভাপতি এবং শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক ও মজনু বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে গতকাল দুপুরে দুই গ্রামের এলাকাবাসীদের উপস্থিতিতে ও সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এছাড়াও ঐ পাঁচ প্রতিষ্ঠান পরিচালনার সুবিধার্থে আলাদা আলাদা পাঁচটি কমিটিও গঠন করা হয়েছে। শেখের দাঁইড়-কোলেরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে আব্দুর রাজ্জাক প্রাং সভাপতি, আব্দুর রহিম বিশ্বাস সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শেখের দাঁইড়-কোলেরকান্দি ফুরকানিয়া মাদ্রাসায় সিরাজ বিশ্বাস সভাপতি, আবুল হাসেম দেওয়ান সাধারণ সম্পাদক ও মহতাব প্রাং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শেখের দাঁইড় কোলেরকান্দি ঈদগাহ ময়দানে ইদ্রিস প্রাং সভাপতি, আতিয়ার রহমান সাধারণ সম্পাদক ও জয়নাল মালিথা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
শেখের দাঁইড়-কোলেরকান্দি হাফিজিয়া মাদ্রাসায় আরশেদ আলী সরদার সভাপতি, রঞ্জু বিশ্বাস সাধারণ সম্পাদক ও রাশেদ মালিথা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শেখের দাঁইড়-কোলেরকান্দি কেন্দ্রীয় গোরস্থানে শাজাহান আলী সাজু প্রামাণিক সভাপতি, মজনু বিশ্বাস সাধারণ সম্পাদক ও আলম হোসেন প্রামানিক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।