
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এসএসসি ২০২০ ব্যাচের আয়োজনে দিবা/রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) হাবিলদার বাসা স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিরসরাই এসএসসি ২০২১ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেন দূর্বার ক্রীড়া সংঘ। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় দূর্বার ক্রীড়া সংঘের খেলোয়াড় সাইফুল।
শুক্রবার সন্ধ্যায় খেলা উদ্বোধন করেন, করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন ফারুক। জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহ আলমের সভাপতিত্বে ও ২০২০ ব্যাচের সালাউদ্দীন মাহাদী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কালাচাঁদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আবদুল কুদ্দুস , ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সহ সভাপতি আশিষ দাশ, করেরহাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন কুমার দে, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান ,সামাজ সেবক মানভী মুরাদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন, হাবিলদার বাসা যুব সংঘের সভাপতি আরিফ হোসাইন প্রমুখ।