
রাজশাহীর বাগমারায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ এবং ২০২৪-২৫ মৌসুমে উফসি আউস ও পাট বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা এগারো’টায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫৫, বাগমারা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি অফিসার সাকলাইন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মাহাবু্ুর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ। ১১,৫০০ জনকে কৃষককে ৫ কেজি আউস ধান বীজ এবং ৭৫০ জন কৃষককে ১ কেজি পাট বীজ এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।
বর্ণাঢ্য শোভা যাত্রা শেষ কৃষি ও প্রযুক্তি মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন এম. পি আবুল কালাম আজাদ। বিদ্যুৎ সমস্যার সমাধানে ‘সকালের খবর২৪. কম’ কে একান্ত সাক্ষাৎকারে বাগমারা আসনের এম.পি আবুল কালাম আজাদ জানান, এবিষয়ে আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়কে অবহিত করেছি। প্রাকৃতিক দুর্যোগ শেষ হলে শিঘ্রই বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি ।