
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন,সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য। আজকের ছাত্রছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ, তারাই হবে জাতির কর্ণধার ও দেশগড়ার কারিগর।
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে‘স্টুডেন্টস এনগেজমেন্ট টু কমব্যাট সাইবারক্রাইম’শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিআইডি প্রধান বলেন,সাইবার বুলিং,সাইবার হ্যারেজমেন্ট,আনইথিক্যাল কন্টেন্ট,হ্যাকিং,ফিশিং, ম্যালওয়্যার,র্যানসমওয়্যার ইত্যাদি সাইবার অপরাধ প্রতিরোধে আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে ফ্রন্টলাইন ফাইটার হিসাবে কাজ করবে।
মোহাম্মদ আলী মিয়া বলেন,তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীরা ডিজিটাল অ্যাওয়ারনেস বিল্ডআপের মাধ্যমে সাইবার অপরাধ নিবারণে সক্রিয় হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিআইডির সাথে যৌথভাবে কাজ করবে। সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণের পর থেকে সিআইডির অ্যাম্বাসেডর হিসেবে সাইবার অপরাধ নিবারণ এবং সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য সিআইডিকে অবহিত করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট),জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ব্রাক বিশ্ববিদ্যালয়,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,উত্তরা বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং গ্রীন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে মোট ২৫৪ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
সেমিনারে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনসের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সাম্প্রতিক সাইবার অপরাধের ধরণ,করণীয়,প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।
সিআইডির ডিজিটাল ফরেনসিকের পুলিশ সুপার মুহাম্মদ সামছুল হক তার আলোচনার মাধ্যমে ডিজিটাল ফরেনসিক এর বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে মডারেটর হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. খান সরফরাজ আলী। তিনি তার বক্তব্যে সাইবার অপরাধ বিষয়ক তার গবেষণাকর্ম নিয়ে আলোচনা করেন।
সেমিনারের প্রশ্ন-উত্তর এবং উন্মুক্ত আলোচনা পর্বে আগত তরুণ শিক্ষার্থীরা প্রাণবন্ত অংশগ্রহণ করেন। এই সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাইবার অপরাধ সম্পর্কে নিজেদেরকে সমৃদ্ধ করেন এবং তাদের মতামত প্রকাশ করেন। সেমিনার শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করেন এবং শিক্ষার্থীরা সিআইডির ফরেনসিক ল্যাব সমূহ পরিদর্শন করেন।
অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) তানভির হায়দার চৌধুরী।
ডিআই/এসকে